Friday, March 14, 2025
spot_img
25.2 C
West Bengal

Latest Update

Mamata Banerjee

হেলিপোর্ট গড়ছে রাজ্য, কোন ৩ জেলায় জেনে নিন

হেলিপ্যাড ছাড়াও থাকবে একটি ছোট টার্মিনাল বিল্ডিং বা ওয়েটিং লাউঞ্জ

Follow us on :

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে বাংলায় প্রথম ৩ জেলায় হেলিপোর্ট (Heliport) গড়ছে রাজ্য। এবার শিলিগুড়ি থেকে মাত্র ১৫ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে দুই শৈলশহরে। দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জে হেলিপোর্ট বানাচ্ছে রাজ্য।

রাজ্যের পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, একটি হেলিপ্যাড ছাড়াও থাকবে একটি ছোট টার্মিনাল বিল্ডিং বা ওয়েটিং লাউঞ্জ। ঠিক যেমন বিমানবন্দরে থাকে। তবে, হেলিপোর্টে থাকা টার্মিনাল হবে তুলনায় অনেক ছোট। সঙ্গে থাকবে নিরাপত্তা, যাত্রীদের মালপত্র এক্স-রে করার ব্যবস্থা। থাকবে দমকল বাহিনীও।

কেন্দ্রীয় সরকারের গতিশক্তি প্রকল্প অর্থায়ন করবে এই প্রকল্পে। এই প্রকল্পের জন্য দার্জিলিং ও রায়গঞ্জে জমি হস্তান্তর করা হয়েছে পবন হংসের কাছে। হেলিপোর্ট তৈরির জন্য জমির সন্ধান চলছে কালিম্পংয়ে।

Entertainment