কলকাতা: এবছর রাজ্য সরকার পুজোর (Durga Puja) জন্য ক্লাবগুলিকে অনুদানের টাকা বাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এ বছর ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে। এমনকী আগামী বছর অনুদান ১ লাখ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন। তবে এই অনুদানের টাকা কোন কোন খাতে খরচ করা যায়, তার নিয়ম কী সেগুলো জেনে নেওয়া যাক।
দুর্গাপুজোর জন্য অনুদান দেওয়া হলেও সে টাকা পুজোয় ব্যয় করা যায় না। প্রতিমা কেনা দূরে থাক, সিদ্ধি-সিঁদুর কেনার দশকর্মার ফর্দকেও ওই অর্থ খরচের হিসাবে দেখানো যাবে না। নিয়ম অনুযায়ী, পুরোহিতকে দেওয়া দক্ষিণা বা ঢাকির খরচও সরকারি অনুদানের অর্থে করা যায় না। খরচ দেখাতে হবে সাধারণ মানুষের স্বার্থে কিছু করার জন্য। সেই মর্মে নথিও জমা করতে হবে। তবেই মিলবে পরের বছরের অনুদান।