স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহমেদাবাদে প্রথম টেস্ট (India vs West Indies) শেষ হয়ে গিয়েছিল আড়াই দিনেই। ১০ অক্টোবর থেকে দিল্লিতে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। দু’দিন আগে সেই টেস্টের পিচ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, আহমেদাবাদের উল্টো পিচ বানানো হয়েছে দিল্লিতে। এই পিচে সাহায্য পাবেন ব্যাটাররা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচ। সেখানকার পিচে অল্প ঘাস রাখা হয়েছে। তবে বেশির ভাগ জায়গাই ফাঁকা। পাশাপাশি কালো মাটির পিচে খেলা হবে, যেখানে সুবিধা পেতে পারেন ব্যাটারেরা। পরের দিকে পিচ শুকিয়ে গেলে স্পিনারেরা সাহায্য পাবেন।
উল্লেখ্য, প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯০ ওভারও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস এবং ১৪০ রানে হেরেছিল। দিল্লির পিচ ব্যাটিং সহায়ক হতে চলেছে। আউটফিল্ড থাকবে দ্রুত। বাউন্ডারির দৈর্ঘ্য একটু ছোট হতে পারে। ২০২৩-এ শেষ বার দিল্লিতে টেস্ট খেলা হয়েছিল। অস্ট্রেলিয়া সেই ম্যাচে আগে ব্যাট করেছিল। তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল ম্যাচ। অস্ট্রেলিয়া হেরেছিল ৬ উইকেটে।