স্পোর্টস ডেস্ক: ঘোষিত হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতার সূচি। আর সূচি প্রকাশ মানেই ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ কবে এবং কোথায় হবে সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের কৌতুহলের অন্ত নেই। আর সূচিতে দেখা গিয়েছে, ২৩ ফেব্রুয়ারি হবে ভারত-পাকিস্তান ম্যাচ। দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) হবে হাইব্রিড মডেলেই। জানিয়ে দিল আইসিসি। সেইসঙ্গে মঙ্গলবার ঘোষিত হয়ে গেল প্রতিযোগিতার সূচিও। প্রতিযোগিতা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে মোট আটটি দল খেলবে। একটি গ্রুপে রয়েছে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউ জ়িল্যান্ড। অপর গ্রুপে রয়েছে— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
গ্রুপ পর্ব ও নকআউট মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট ১৫টি ম্যাচ হবে। তার মধ্যে গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচ হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ২৩ ফেব্রুয়ারি প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
একনজরে দেখে নিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি-
Check out the full fixtures for the ICC Champions Trophy 2025. pic.twitter.com/oecuikydca
— ICC (@ICC) December 24, 2024