Thursday, January 8, 2026
spot_img
22.8 C
West Bengal

Latest Update

Winter Update

Winter Update | কাঁপছে বাংলা, কত দিন চলবে শীতের দাপট?

Follow us on :

কলকাতা: চলতি মরসুমের শীতলতম (Winter Update) দিন ছিল মঙ্গলবার। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। যদিও এই শতকের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এখনও অটুট। ২০১৩ সালের ৯ জানুয়ারি শহরের পারদ নেমেছিল ৯ ডিগ্রি সেলসিয়াসে। সেই রেকর্ড ভাঙতে না পারলেও বুধবারও শীতের দাপট বজায় রইল। ভোরের দিকে কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করেছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একই রকম আবহাওয়া থাকবে। জাঁকিয়ে শীতের পাশাপাশি কলকাতা-সহ রাজ্যের বেশির ভাগ জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। কিছু জেলায় শৈত্যপ্রবাহ এবং ‘শীতল দিন’-এর পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে সপ্তাহান্তের দিকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে ছিল কনকনে ঠান্ডা হাওয়া। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে ছিল শহরের একাধিক এলাকা। ওই দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল মাত্র ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম। বুধবার পারদ সামান্য বাড়লেও শীতের প্রভাব কমেনি। ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস—মঙ্গলবারের তুলনায় মাত্র ০.১ ডিগ্রি বেশি হলেও তা এখনও স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান ও বীরভূমে বৃহস্পতিবার শৈত্যপ্রবাহের পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। বীরভূমে শুক্রবার সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের আরও ছ’টি জেলায় ‘শীতল দিন’-এর পরিস্থিতি তৈরি হতে পারে। এই জেলাগুলি হল হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে আপাতত উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আটটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে, যেখানে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। বুধবার ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও দার্জিলিং ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা থাকবে।

Entertainment