উত্তরপ্রদেশ: বিয়ে করতে এসে নানান রকম অশান্তির ঘটনা ঘটে। এরকম উদাহরণ প্রচুর। এমনকী হাতাহাতি, মারামারি, চেয়ার-টেবিল ভাঙার মতো ঘটনাও সামনে এসেছে। কিন্তু এবার যে ঘটনা সামনে এলো তা এককথায় অভাবনীয়। মেনুতে (Wedding Menu) মাছ (Fish) এবং মাংস (Meat) ছিল না। তাই রাগে বিয়েই ভেঙে দিলেন হবু বর। হ্যাঁ, এই ঘটনা একেবারে সত্যি। আর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার আনন্দনগর গ্রামের। পাত্রের নাম অভিষেক শর্মা। দীনেশ শর্মার কন্যা সুষমা শর্মাকে বিয়ে করার কথা পাকা হয়ে গিয়েছিল তাঁর।
অভিযোগ, নিরামিষ খাবার রান্না হয়েছে জেনে পাত্রীর বাবাকে মাছ-মাংসের আয়োজন না করার জন্য গালাগালি দিচ্ছিলেন হবু বর। তার পর কনেপক্ষকে লাঠি দিয়ে মারতে শুরু করেন পাত্র এবং তাঁর আত্মীয়েরা। পাত্রের বিরুদ্ধে দীনেশ শর্মার অভিযোগ, ‘‘গাড়ি কেনার জন্য আমার কাছ সাড়ে চার লক্ষ টাকার পণ নিয়েছিল পাত্রপক্ষ। এক জোড়া তিলকের বাক্স এবং ২০ হাজার টাকা খরচ করে দু’টি সোনার আংটিও পাত্রকে দিয়েছিলাম আমি।’’ অভিযোগ, বরযাত্রীদের মাছ-মাংস খেতে না দেওয়ায় সে সব নিয়ে বিয়ে ভেঙে চলে যান পাত্র।