Saturday, March 22, 2025
spot_img
21.3 C
West Bengal

Latest Update

Angel Di Maria

কোপা জিতে অবসর নিলেন দি মারিয়া

আর্জেন্টিনা যখন কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জিতছে তখন অধিনায়কের আর্ম ব্যান্ড তাঁর হাতে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালে এক দিনের বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচই ৬০ মিনিট মতো খেলেছেন দি মারিয়া (Angel Di Maria)। তার পরেই তুলে নেওয়া হয়েছে তাঁকে। কিন্তু কোপা ফাইনালে শেষ পর্যন্ত খেললেন। লিয়োনেল মেসি চোট পেয়ে উঠে যাওয়ার পরে আরও দায়িত্ব নিয়ে খেলেন তিনি। আর্জেন্টিনা যখন কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জিতছে তখন অধিনায়কের আর্ম ব্যান্ড তাঁর হাতে।

আর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন অ্যাঞ্জেল দি মারিয়া। কোচ লিয়োনেল স্কালোনির অনুরোধও শুনলেন না। কোপা জিতে দি মারিয়া বলেন, “এই জয় আগে থেকেই লেখা ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম। দলের সকলকে সে কথা বলেছিলাম। খুব আনন্দ হচ্ছে।” দি মারিয়ার সংযোজন, “দেখে মনে হয় খুব সহজ। কিন্তু এতগুলো ট্রফি জেতা সহজ নয়। আগে তো উল্টো দিকেই থাকতাম। এই প্রজন্মের কাছে কৃতজ্ঞ। ওরা আমাদের আনন্দ করার এতগুলো সুযোগ করে দিয়েছে। আগের প্রজন্মও ট্রফির যোগ্য ছিল। ওদের সঙ্গে কিছু জিততে পারলে খুব ভাল লাগত।”

কোপা আমেরিকা মেসির

Entertainment