Friday, March 14, 2025
spot_img
30 C
West Bengal

Latest Update

Mohun Bagan

কলকাতা লিগে প্রথম জয় মোহনবাগানের

পিয়ারলেসকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন

Follow us on :

কলকাতা: প্রথম দুই ম্যাচ ড্র করেছিল মোহনবাগান (Mohun Bagan)। তৃতীয় ম্যাচে হারতে হয়েছিল। চতুর্থ ম্যাচে গিয়ে প্রথম জয় পেল মোহনবাগান। অর্থাৎ কলকাতা লিগের চলতি মরসুমে প্রথম জয় পেল মোহনবাগান। পিয়ারলেসকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন। দলের হয়ে গোল করেন থুমসল টংসিন।

এদিনের ম্যাচে নৈহাটির স্টেডিয়ামে জয়ের জন্য মরিয়া ছিল মোহনবাগান। কিন্তু প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। ২২ মিনিটের মাথায় বাগানকে এগিয়ে দেন টংসিন। দ্বিতীয়ার্ধে শুরু হয় বৃষ্টি। ফলে খেলার ছন্দ কিছুটা নষ্ট হয়। ভিজে মাঠে ফুটবলারদের দেখতে সমস্যা হচ্ছিল। পিছিয়ে থাকায় গোল করার চেষ্টা বেশি করে পিয়ারলেস। কিন্তু শেষ পর্যন্ত জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

অলিম্পিক্সে যুক্ত হল নতুন ২টি খেলা, কী কী জানেন?

Entertainment