কলকাতা: লোকসভা ভোটে জয় এবং তার পর চার বিধানসভার উপনির্বাচনেও বিপুল জয় পেয়েছে তৃণমূল। ফলে এ বারের ২১ জুলাই (21 July) গ্রামবাংলার তৃণমূল কর্মী-সমর্থকদের কাছে বিজয়োৎসব। তৃণমূল নেতৃত্ব মনে করছেন, এ বার রেকর্ড ভিড় হবে। আর আজ শুক্রবার ২১ জুলাই মঞ্চ পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘‘আমাদের কাছে মূলত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, ট্র্যাফিক ব্যবস্থা মসৃণ রাখা, দুই, ভিড় নিয়ন্ত্রণ এবং তিন ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করা।’’
কলকাতার পুলিশ কমিশনারের সংযোজন, ‘‘আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত।’’ ২১ জুলাই নিয়ে যে পুলিশও দীর্ঘ দিন ধরে পরিকল্পনা সাজিয়েছে, তা-ও জানিয়েছেন বিনীত। রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে প্রসঙ্গে সিপি বলেন, ‘‘আমরা সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি। তার মধ্যে বৃষ্টিও রয়েছে। বৃষ্টি হলে রাস্তাঘাট, মাঠ ভিজে থাকবে। সে বিষয়গুলি মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে।’’