স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের ম্যাচের প্রথম ইনিংসের পরই ঠিক হয়ে গেল ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) কোন চার দল উঠল।
ইতিমধ্যেই গ্রুপ এ থেকে ভারত ও নিউজিল্যান্ড আগেই সেমিফাইনালে উঠে গিয়েছে। গ্রুপ বি থেকে উঠল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে তাদের মধ্যে কারা গ্রুপ শীর্ষে থাকবে তা ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের উপর নির্ভর করবে। আবার গ্রুপ এ-তে কারা শীর্ষে থাকবে সেটাও রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের উপর নির্ভর করবে।
এবার কীভাবে সম্ভব হল ম্যাচ শেষ হওয়ার আগে কোন দল সেমিতে উঠবে?
গ্রুপ বি-র সেমিতে ওঠার লড়াইটা কার্যত জমজমাট হয়েছে। যদিও আফগানিস্তানের সামান্য আশা ছিল। কিনতু দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচের প্রথম ইনিংসেই ঠিক হয়ে যায় কোন দল সেমিফাইনালে উঠবে। কারণ, ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করত তা হলে তারা ৩০০ রান করলে জয়ের ব্যবধান দরকার ছিল ২১১ রান। আর যদি দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৩০০ রান করত তা হলে ইংল্যান্ডকে ১১.১ ওভারে সেই রান তাড়া করে জিততে হত। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। তারা ৩৮.২ ওভারে ১৭৯ রানে অলআউট হয়ে যায়। যে ব্যবধানে তাদের জিততে হত সেই ২১১ রান তারা করতেই পারেনি। ফলে প্রথম ইনিংসের পরেই ঠিক হয়ে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের চারটি দলের নাম।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারলেও তাদের সেমিফাইনালে উঠতে সমস্যা হবে না। আফগানিস্তানের স্বপ্নভঙ্গ হল। তৃতীয় স্থানে থেকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল তাদের।