কলকাতা: শনিবার সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) তুমুল উত্তেজনা। ওয়েবকুপারের বার্ষিক সাধারণ সভার আগে অশান্ত বিশ্ববিদ্যালয়। পোস্টার হাতে বিক্ষোভ দেখায় বাম ছাত্ররা। এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ, ওয়েবকুপার সভা শেষে তাঁদের আটকে দেওয়া হয় ক্যাম্পাসে। পালটা তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হয়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। দুপক্ষের হাতাহাতিতে ছাত্রের মাথা ফেটে যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সভায় গেলে প্রবল বিক্ষোভের মুখোমুখি হতে হয়।
শিক্ষামন্ত্রী বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। গাড়ির বোনেটে লিখে দেওয়া হয় ‘ব্রাত্য বসু চোর’ ‘গো ব্যাক স্লোগান’ তোলা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে। এই চরম পরিস্থিতিতে ভাঙে শিক্ষামন্ত্রীর গাড়ির কাচও। পরে মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা দু’টি পাইলট কারে ভাঙচুর চালানো হয়। ভেঙে দেওয়া গাড়ির ‘লুকিং গ্লাস’ও। মন্ত্রী জানান, গাড়িতে ইট ছোড়া এবং হেনস্থার জেরে আহত হয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তিনি যান এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়ার মাথা ফেটেছে। আহত হয়েছেন দুই অধ্যাপক। সব মিলিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।