Wednesday, May 28, 2025
spot_img
30.7 C
West Bengal

Latest Update

Tonga Earthquake

Tonga Earthquake | মায়ানমারের পরে তীব্র ভূমিকম্প টোঙ্গায়, জারি সুনামি সতর্কতা

Follow us on :

ওয়েব ডেস্ক: ফের ভূমিকম্প! মায়ানমারের পর এবার টোঙ্গা (Tonga Earthquake)। রবিবার সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল টোঙ্গা। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১।

প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ। আর রবিবার বিকেলে কেঁপে উঠল সেই দ্বীপ। ইতিমধ্যেই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। তবে এখনও সেই দ্বীপ থেকে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে, মাটি থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। আজ বিকেলেও মায়ানমারের মাটি ফের কেঁপে ওঠে। ভূমিকম্পের পর ‘আফ্টার সক‘ এফেক্ট চলছে সেখানে। আর তারই মধ্যেই কেঁপে উঠল আরও একটি দ্বীপ।

অন্যদিকে, আমেরিকার সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কম্পনের উৎসস্থল থেকে অন্তত ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই টোঙ্গা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী এলাকা থেকে সকলকে সরে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।

Entertainment