Sunday, April 20, 2025
spot_img
40 C
West Bengal

Latest Update

How to create Ghibli image

সোশ্যাল মিডিয়ায় Ghibli ঝড়, কীভাবে তৈরি করবেন এই ঘিবলি ছবি?

Follow us on :

ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ঘিবলি (Ghibli)। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে বলিউড তারকা, খেলার জগতের নক্ষত্ররা- এই AI ইমেজে মেতেছেন প্রায় সকলেই। নিজেদের মতো দেখতে এই ঘিবলি স্টাইলে ছবি বানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করছেন। তবে শুধু যে তারকারাই পারবেন তা নয়, আপনিও পারবেন আপনার এই ঘিবলি ইমেজ বানাতে।

কী এই ঘিবলি স্টাইল?

স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমেনশন স্টুডিও। অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিটির তৈরি করা অ্যানিমেগুলোর বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে। সংস্থাটি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও ‘দ্য বয় অ্যান্ড দ্য হিরো’–র মতো অ্যানিমে তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। এছাড়া কোম্পানিটির অ্যানিমে চরিত্রগুলো মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।

কীভাবে তৈরি করা হচ্ছে এই ছবি?

ওপেনএআইয়ের (Open AI) ইমেজ জেনারেশন টেকনোলজির (Image Genaration Technology) লেটেস্ট ভার্সন ব্যবহার করে এই ছবি তৈরি করা হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থিরচিত্র। চ্যাটবট এআই চ্যাটজিপিটি এমন একটি ফিচার লঞ্চ করেছে, যা বিভিন্ন রকমের ছবিকে ঘিবলি ইমেজ তৈরি করে দিয়েছে। এই নতুন ফিচার স্টুডিও ঘিবলি স্টাইল ছবির ছাড়াছড়ি। ইউজাররা তাদের পছন্দের ছবিগুলো নতুন ফিচার ব্যবহার করে ঘিবলির জনপ্রিয় অ্যানিমেটেড ছবির মতো তৈরি করছে।

ঘিবলি ছবি কীভাবে তৈরি করা যায়?

* প্রথমে জিপিটি-ফোরও টুল অ্যাক্সেস করতে হবে।
* বর্তমানে কেবল ওপেনএআই–এ চ্যাটজিপিটির প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে।
* যে ছবিটি ঘিবলি স্টাইলে তৈরি করবেন, সেটিকে টুলে আপলোড করতে হবে।
* এবার টুলে লিখুন, এই ছবিটিকে ঘিবলি অ্যানিমেশন স্টাইল।
* এরপর সেকেন্ডে এআইয়ের সাহায্যে দুর্দান্ত ঘিবলি ইমেজ তৈরি হয় যাবে।
* এবার সহজেই সেভ করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন।

কীভাবে বিনামূল্যে আপনার নিজস্ব AI-জেনারেটেড Ghibli ছবি তৈরি করবেন?

* Gemini এবং GrokAI—এই টুলগুলি Ghibli-স্টাইলের ভিজ্যুয়াল তৈরি করতে পারে, তবে তাদের জন্য সুনির্দিষ্ট প্রম্পট প্রয়োজন। উদাহরণ: A serene Ghibli-style girl with flowing hair under a cherry blossom tree

* Craiyon—একটি সহজ AI টুল যা মৌলিক প্রম্পট সহ Ghibli ছবি তৈরি করতে পারে।

* Artbreeder – ব্যবহারকারীদের ছবিগুলোকে এক করে এবং আর্টফর্ম পরিবর্তন করতে দেয়, যদিও বিশেষ কিছু পরিষেবার জন্য সাবস্ক্রিপশন প্রয়োজন।

* Runway ML, Leonardo AI, এবং space—উন্নত AI প্ল্যাটফর্মগুলো বিনামূল্যে ট্রায়াল এবং ‘Totoro’-স্টাইলের ফ্লাফিনেস বা ‘Spirited Away’-অনুপ্রাণিত রঙের প্যালেটের মতো বিশদ বিবরণের উপর আরও ভাল ছবি তৈরি করতে সক্ষম।

Entertainment