কলকাতা: তিন দিনের বাস ধর্মঘট (Bus Strike) প্রত্যাহার। বৃহস্পতিবার থেকে ধর্মঘট হচ্ছে না। পুলিশ কমিশনার, পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে পর ধর্মঘট তুলে নিলেন বেসরকারি বাস মালিক সংগঠন। সেপ্টেম্বর পর্যন্ত কোনও রকম ধর্মঘটের রাস্তায় যাচ্ছেন না তাঁরা। তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বাস মালিকরা। তার মধ্যে দাবিপূরণ না হলে ফের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা।
বেসরকারি বাস মালিকদের দাবি,নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে। কিন্তু ২০১৮ সালের পর আর বাসের ভাড়া বাড়ানো হয়নি। এই আবহে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। কোভিডের সময় প্রায় আড়াই থেকে তিন হাজার বাস বসে গেছে। এদিকে ১৫ বছরের পুরনো বাসগুলিকে আরও দু’বছর চলাচলের অনুমতি চাওয়া হয়। বিনা কারণে পুলিশি জুলুমবাজি বন্ধের দাবি জানানো হয়। এই দাবি গুলি নিয়ে আলোচনা করার জন্য সোমবার বৈঠক ডাকে পরিবহণ দফতর। সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকও ভেস্তে যাওয়ায় ২২, ২৩ এবং ২৪ মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত মোট পাঁচ দফা দাবি পূরণের আর্জি জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তাঁরা।
তাদের দাবিদাওয়া নিয়ে বুধবার সকালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, পরিবহণ সচিব সৌমিত্র মোহন-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ফের বৈঠকে বসেছিলেন বাস মালিকরা। বৈঠকে তাদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দেয় সরকার। তারপরই ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, “সরকার আমাদের দাবিদাওয়া ভেবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। তাই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হচ্ছে।”