ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) প্রবেশের আনুষ্ঠানিক সময় ১০ জুন। উত্তরবঙ্গে অবশ্য আরও আগে বর্ষা ঢুকে পড়ে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। দিন দুয়েকের মধ্যেই উত্তরে প্রবেশ করতে পারে বর্ষার বাতাস। পাশাপাশি, দক্ষিণবঙ্গেও জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গ নিয়ে নির্দিষ্ট কোনও পূর্বাভাস নেই।
মৌসম ভবন জানিয়েছে, গত ১৬ বছরে এত তাড়াতাড়ি দেশে বর্ষার আগমন হয়নি। পশ্চিমবঙ্গেও এ বছর সময়ের আগে বর্ষা প্রবেশ করতে পারে। আলিপুর আবহাওয়া দফতর তেমন ইঙ্গিত দিয়ে রেখেছে। যদিও বাংলায় বর্ষা প্রবেশের বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু বলা হয়নি।
আপাতত বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার জেরে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ভিজতে পারে কলকাতাও।