Thursday, January 22, 2026
spot_img
25.3 C
West Bengal

Latest Update

India vs South Africa

India vs South Africa | গুয়াহাটি টেস্ট জিতলেই ইতিহাস গড়বে দক্ষিণ আফ্রিকা

Follow us on :

স্পোর্টস ডেস্ক: গুয়াহাটি টেস্টে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। তৃতীয় দিনের শেষে টেম্বা বাভুমাদের দল ৩১৪ রানে এগিয়ে, সঙ্গে দ্বিতীয় ইনিংসে রয়েছে সবক’টি উইকেট। ফলে চতুর্থ ইনিংসে বিশাল লক্ষ্য তাড়া করা ছাড়া উপায় থাকবে না ঋষভ পন্থদের সামনে। সফল না হলে ঘরের মাঠেই লজ্জাজনক হার এবং ইতিহাসের অংশ হয়ে যাবে ভারত।

ইতিহাস বলছে, ভারত এখনও পর্যন্ত মাত্র দু’বার ঘরের মাঠে টেস্ট সিরিজে চুনকাম হয়েছে—একবার ১৯৯৯-২০০০ মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, আরেকবার গত বছর নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে। দুই সিরিজেই কোচ ছিলেন গৌতম গম্ভীর। এবারও তাঁর নেতৃত্বাধীন দল বিপদের মুখে।

ইডেনে প্রথম টেস্ট হেরে ইতিমধ্যেই দুই ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে ভারত। গুয়াহাটি টেস্টেও কোণঠাসা পন্থরা। এই ম্যাচ হাতছাড়া হলে সিরিজে দ্বিতীয় বার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হবেন রোহিত-গম্ভীরা। একই সঙ্গে প্রথম দেশ হিসাবে ভারতের মাটিতে ভারতকে দু’বার চুনকাম করার নজির গড়ে ফেলবে প্রোটিয়ারা।

পরিস্থিতি স্পষ্ট—গুয়াহাটিতে বড় বিপর্যয় এড়াতে না পারলে ভারতীয় দলের সঙ্গে লজ্জায় মুখ ঢাকতে হবে কোচ গম্ভীরকেও।

Entertainment