Friday, December 5, 2025
spot_img
18 C
West Bengal

Latest Update

Sonali Bibi

Sonali Bibi | দেশে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি বিবি

Follow us on :

ওয়েব ডেস্ক: দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে দেশের মাটিতে ফিরলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সোনালি বিবি (Sonali Bibi)। শুক্রবার সন্ধ্যায় ভারত–বাংলাদেশের মালদহ সীমান্ত দিয়ে আট বছরের ছেলেকে নিয়ে দেশে প্রবেশ করেন অন্তঃসত্ত্বা সোনালি। তবে তাঁর পরিবারের আরও চার জন এখনও বাংলাদেশে আটক রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানোর দাবিতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

মালদহ সীমান্তে এদিন সন্ধ্যায় গায়ে আবির-রঙের চাদর ও ছাপা শাড়িতে ছিলেন সোনালি। মায়ের হাত ধরে দেশে ফেরে তাঁর আট বছরের সন্তান। চারিদিকে প্রশাসনের কড়া নজরদারি। কিন্তু ক্ষোভও তৈরি হয়েছে। কারণ, পরিবারের বাকি চার সদস্যকে এখনও বাংলাদেশে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান মালদহ জেলা পরিষদের সভাধিপতি ঋতিকা মণ্ডল ঘোষ।

ঋতিকাদেবীর অভিযোগ, “আমাদের দুই নাগরিককে ছাড়া হয়েছে। ডেপুটি হাই কমিশনারকে (ভারতের) প্রশ্ন করলাম—বাকিরা কোথায়? তিনি কোনও উত্তর না দিয়ে চলে গেলেন। আমরা চাই, দ্রুত তাঁদেরও ফেরানো হোক।” তাঁর আরও অভিযোগ, “এই মানুষগুলির সঙ্গে বেইমানি করেছে কেন্দ্র। একই পরিবারের দু’জন যখন ভারতীয় বলে প্রমাণিত, তখন বাকি চার জনকে কেন ছাড়া হল না? এর কোনও স্পষ্ট ব্যাখ্যা দেননি কেউ।”

গত জুন মাসে সোনালি বিবি-সহ ছ’জনকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে দিল্লি পুলিশ আটক করেছিল। পরবর্তীতে ‘পুশ ব্যাক’ প্রক্রিয়ার সময় সোনালি যে অন্তঃসত্ত্বা ছিলেন, তা জানা যায়। পরে ২০ অগাস্ট চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানার পুলিশ তাঁদের আবার ‘অনুপ্রবেশকারী’ হিসেবে ধরে। এরপর তাঁদের রাখা হয় চাঁপাইনবাবগঞ্জ সংশোধনাগারে। সোনালির গর্ভাবস্থাকে কেন্দ্র করে সে সময় আরও উদ্বেগ বাড়ে।

এখন সোনালি ও তাঁর সন্তান দেশে ফিরেছেন বটে, তবে পরিবারের বাকি চার সদস্যকে ফেরানোর দাবিতে চাপ বাড়ছে রাজনৈতিক মহল থেকে।

Entertainment