Saturday, December 6, 2025
spot_img
26.3 C
West Bengal

Latest Update

Andre Russell

Andre Russell | IPL থেকে অবসরের পরই বিশ্ব রেকর্ড রাসেলেন

Follow us on :

স্পোর্টস ডেস্ক: গত রবিবার আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। তবে নতুন ভূমিকায় আবারও দেখা যাবে তাঁকে—কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সহকারী কোচ হিসেবে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে এখনও নিয়মিত খেলছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। আর অবসর নেওয়ার মাত্র ছ’দিন পরেই গড়ে ফেললেন এক অনন্য বিশ্বরেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০০ রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হলেন রাসেল। গত জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও যে তিনি ২০ ওভারের খেলায় কতটা কার্যকর, তার সবচেয়ে বড় প্রমাণ মিলল শুক্রবার। আইএল টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে খেলতে নেমেই এই নজির স্থাপন করেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১২৬ জন ক্রিকেটার করেছেন ৫০০০ বা তার বেশি রান। ৫০০ বা তার বেশি উইকেট রয়েছে মাত্র ছ’জন বোলারের ঝুলিতে। আর ৫০০ ছক্কা মারা ক্রিকেটারের সংখ্যা ১০। এই তিনটি তালিকার একমাত্র共 সাধারণ নাম—আন্দ্রে রাসেল।

শুক্রবার ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পর টি-টোয়েন্টিতে রাসেলের মোট সংগ্রহ দাঁড়িয়েছে:

  • রান: ৯৪৯৬
  • উইকেট: ৫০০
  • ছক্কা: ৭৭২

৫৭৬তম ম্যাচে এই কীর্তি গড়ে ক্রিকেট ইতিহাসে নিজেকে অন্য উচ্চতায় পৌঁছে দিলেন তিনি।

উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান ও ৫০০ উইকেট রয়েছে ওয়েস্ট ইন্ডিজের আর এক প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো এবং বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান-এরও। তবে ছক্কার তালিকায় তাঁদের থেকে বহুদূর এগিয়ে রাসেলই একমাত্র ক্রিকেটার যিনি তিন বিভাগেই ছুঁয়েছেন ৫০০-র মাইলফলক।

Entertainment