এবার গঙ্গার নীচেও মিলবে মোবাইলের কানেকশান। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রোর (Metro) যাত্রীদের জন্য সুখবর। গঙ্গার নীচ দিয়ে যাতায়াতের সময় মোবাইলে নেটওয়ার্ক পাবেন মেট্রো যাত্রীরা। মোবাইলের নেটওয়ার্ক বৃদ্ধি করা হয়েছে গঙ্গার নীচের সুড়ঙ্গে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। গঙ্গার নীচ দিয়ে যাওয়ার সময় যাত্রীরা কথা বলতে পারবেন ফোনে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা যাত্রীদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। যাত্রী স্বাচ্ছন্দ্যের পাশাপাশি কম সময়ে শহর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে ইস্ট-ওয়েস্টের এই রুটের মেট্রো পরিষেবার জন্য। গ্রীন লাইন-২ এর সকল স্টেশন আধুনিক যাত্রী সুবিধায় পরিপূর্ণ। মেট্রো জার্নি করার সঙ্গে নতুন সুযোগ-সুবিধা যোগ করা হচ্ছে। শুরু হচ্ছে হুগলি নদীর নীচে মেট্রো যাত্রীদের জন্য নিরবচ্ছিন্ন টেলিফোন সংযোগ।
Latest Update
Previous article
Next article