Sunday, March 23, 2025
spot_img
30.1 C
West Bengal

Latest Update

UEFA EURO 2024

ইতিহাস সৃষ্টি জর্জিয়ার, হারাল রোনাল্ডোদের

Follow us on :

এই প্রথমবার কোনও বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে (UEFA EURO 2024) খেলার সুযোগ অর্জন করেছিল জর্জিয়া (Georgia)। আর প্রথম চেষ্টাতেই নক আউটে উঠল তারা, তাও আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালকে (Portugal) ২-০ হারিয়ে। পুঁচকে দেশটার ক্রীড়া ইতিহাসে এই দিন স্মরণীয় হয়ে থাকবে।

প্রথম দুই ম্যাচে জেতার পর পর্তুগালের শেষ ষোলোয় ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল। সেই কারণেই প্রথম একাদশের অনেককেই বিশ্রামে রেখেছিলেন কোচ রবার্তো মার্তিনেজ (Roberto Martinez)। তা সত্ত্বেও যে দল নেমেছিল তা তারকাখচিত বললে একটুও ভুল হবে না। জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, দানিলো পেরেইরা, জোয়াও নেভেস, দিয়োগো দালোরা ছিলেন, সবথেকে বড় কথা আক্রমণের পুরোভাগে ছিলেন সি আর সেভেন।

গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় গেল পর্তুগাল এবং দুইয়ে থেকে গেল তুরস্ক। তারা এদিন চেকিয়াকে ২-১ গোলে হারিয়েছে। চার পয়েন্টে শেষ করে সেরা চার তৃতীয় স্থানাধিকারী হয়ে নক আউটে গেল জর্জিয়া। তৃতীয় স্থান অর্জন করে শেষ ষোলোয় যাওয়া বাকি তিন দল হল নেদারল্যান্ডস, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া।

Entertainment