স্পোর্টস ডেস্ক: আগামী আইপিএলে খেলতে পারবেন না বাংলাদেশের বাঁহাতি জোরে বোলার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স (KKR) কর্তৃপক্ষকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ পাবে কেকেআর। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারত-বাংলাদেশের বর্তমান টানাপোড়েনের প্রভাব কি আইপিএলে? সেই প্রশ্নই উঠছে ক্রিকেট মহলে। আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। নিলামে তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। আইপিএলের অন্যতম সফল বোলারদের মধ্যে মুস্তাফিজুরের নাম উল্লেখযোগ্য। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য পরিচিত এই বাঁহাতি পেসারকে দলে নিয়ে বোলিং আক্রমণ আরও শক্তিশালী করার পরিকল্পনা করেছিলেন কেকেআরের ক্রিকেট অপারেশন প্রধান বেঙ্কি মাইসোরে।
কিন্তু বিসিসিআইয়ের নির্দেশের ফলে শাহরুখ খানের দল আর মুস্তাফিজুরকে খেলাতে পারবে না। যদিও ফ্র্যাঞ্চাইজিকে বিকল্প ক্রিকেটার সই করানোর অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনে বিদেশি ক্রিকেটারও নিতে পারবে কেকেআর।
বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া বলেন, “সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে বিসিসিআই আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। কেকেআর যদি পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করে, বোর্ড তাদের অনুমতি দেবে।”
উল্লেখ্য, বিতর্ক এবং চাপের মুখে শুক্রবার প্রথম প্রতিক্রিয়া দিয়েছিল বিসিসিআই। বোর্ডের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “বিষয়টি আমাদের হাতে নেই। বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল খেলতে পারবেন না—এমন কোনও নির্দেশ কেন্দ্রীয় সরকার আমাদের দেয়নি। তাই এ নিয়ে মন্তব্য করা সম্ভব নয়।”
তবে শনিবার সকালেই মুস্তাফিজুরের আইপিএল খেলা নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল বিসিসিআই। এই সিদ্ধান্তের ফলে আগামী আইপিএলে পাকিস্তানের মতো বাংলাদেশের কোনও ক্রিকেটারকেও মাঠে দেখা যাবে না।




