স্পোর্টস ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের দরুন আইসিসি ব়্যাঙ্কিংয়ে (ICC Ranking) বড় লাফ যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal) এবং শুভমন গিলের (Subhman Gill)। যদিও টি২০-তে ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দু’টি স্থানে কোনও পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। তবে যশস্বী জসওয়াল চার ধাপ এগিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। আর শুভমন গিল ব্যাটারদের ক্রমতালিকায় এগিয়েছেন ৩৬ ধাপ।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় তিনি এই মুহূর্তে রয়েছেন ক্রমতালিকায় ৩৭ নম্বরে। তবে এক ধাপ নেমে ক্রমতালিকায় আট নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়।
আর বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০ জনের মধ্যে কোনও ভারতীয় নেই। অলরাউন্ডারদের ক্রমতালিকায় চার ধাপ নেমে ষষ্ঠ স্থানে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এক ধাপ পিছিয়ে অক্ষর ১৩ নম্বরে। আট ধাপ এগিয়ে ওয়াশিংটন রয়েছেন ৪১তম স্থানে। ৩৫ ধাপ এগিয়ে শিবম দুবে ৪৩ নম্বরে।
India players rise in the latest ICC Men’s Player Rankings after T20I series win in Zimbabwe 📈 https://t.co/cgUD1BKQp7
— ICC (@ICC) July 17, 2024