স্পোর্টস ডেস্ক: ২০২৫ সালে বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল ভারতের (India vs Bangladesh)। তবে সে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সিরিজ স্থগিত করে দেওয়া হয়। অবশেষে সেই স্থগিত সিরিজ এ বছর আয়োজন করার কথা জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এখনও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
বিসিবি-র ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান শাহরিয়ার নাফিস জানিয়েছেন, “ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সিরিজটি স্থগিত হয়ে গিয়েছিল, তার সূচি নতুন করে চূড়ান্ত করা হয়েছে।”
বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৮ অগাস্ট বাংলাদেশে পৌঁছনোর কথা ভারতীয় দলের। ১, ৩ এবং ৬ সেপ্টেম্বর তিনটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।
এ দিন প্রকাশিত সূচিতে ভারতের পাশাপাশি পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সিরিজ আয়োজনের কথা জানিয়েছে বিসিবি। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, সব ক’টি দেশের বিরুদ্ধে তিন ফরম্যাটেই সিরিজ হবে এবং পূর্ণাঙ্গ সূচি খুব শীঘ্রই ঘোষণা করা হবে।




