Saturday, November 15, 2025
spot_img
20.8 C
West Bengal

Latest Update

Indian Army

Indian Army | দিল্লি বিস্ফোরণ আবহে ‘অখণ্ড প্রহার’ ভারতের, কীসের ইঙ্গিত?

Follow us on :

ওয়েব ডেস্ক: দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের আবহের মধ্যেই বুধবার রাজস্থানের থর মরুভূমিতে ‘অখণ্ড প্রহার’ সামরিক মহড়া করল ভারতীয় সেনা (Indian Army)। ফলে প্রশ্ন উঠছে—দিল্লির ঘটনার আবহে কি তবে অপারেশন সিঁদুরের প্রস্তুতি শুরু করল ভারত?

সম্প্রতি গুজরাট সীমান্ত সংলগ্ন স্যার ক্রিক অঞ্চলে স্থল, নৌ ও বায়ুসেনার যৌথ যুদ্ধমহড়া শুরু করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। সেই মহড়ার নাম ‘অপারেশন ত্রিশূল’। বুধবারের ‘অখণ্ড প্রহার’ অনুশীলন সেই বৃহত্তর যৌথ মহড়ারই অংশ বলে জানা গিয়েছে। এই অনুশীলনের মূল উদ্দেশ্য ছিল তিন বাহিনীর মধ্যে সমন্বয় শক্তিশালী করা এবং অপারেশন সিঁদুর-পরবর্তী পরিস্থিতিতে ভারতের সামগ্রিক যুদ্ধ-প্রস্তুতি পরীক্ষা করা। যুদ্ধবিমান, মারাত্মক ট্যাঙ্কসহ বিপুল আগ্নেয়াস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে মহড়ায় অংশ নেয় সেনাবাহিনী।

এদিকে দিল্লির বিস্ফোরণের দু’দিন পর বুধবার কেন্দ্রীয় সরকার এই ঘটনাকে জঙ্গি হামলা বলে ঘোষণা করেছে। ভুটান সফর থেকে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন এবং সেই বৈঠকেই বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দেওয়ার সিদ্ধান্ত হয়।

পহেলগাঁও হামলার পরই প্রধানমন্ত্রী মোদি স্পষ্টভাবে জানিয়েছিলেন—ভারতের মাটিতে যে কোনও জঙ্গি হামলাকে দেশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে ধরা হবে। দিল্লি বিস্ফোরণের ৪৮ ঘণ্টা পর সেটিকে জঙ্গি হামলা ঘোষণা করা এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনরায় জোরালোভাবে উল্লেখ করায়, নতুন সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। ফলে প্রশ্ন ঘুরছে—তাহলে কি ফের অপারেশন সিঁদুর শুরু করতে চলেছে ভারত?

Entertainment