কলকাতা: বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ২০ মিনিটে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শেষযাত্রা বৃহস্পতিবার হবে না বলে জানালেন মহম্মদ সেলিম। সিপিএমের রাজ্য সম্পাদক জানিয়েছেন, আপাতত বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের দেহ তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে কিছু ক্ষণ রেখে পরে সংরক্ষণ করা হবে। শুক্রবার সকাল ১০টায় আলিমুদ্দিন স্ট্রিটের দফতরের আনা হবে বুদ্ধদেবের দেহ। সেখান থেকে বিকেল ৪টের সময় শুরু হবে শেষযাত্রা।
শেষযাত্রার পরে তাঁর ইচ্ছে অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে। তবে তার আগে বৃহস্পতিবারই বুদ্ধদেবের চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্য দিকে, সিপিএমের তরফে জানানো হয়েছে এনআরএস হাসপাতালে দেওয়া হবে বুদ্ধদেবের দেহ।