কলকাতা: এ বছর দুর্গা পুজোয় (Durga Puja) ক্লাবের অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতবছর ছিল ৭০ হাজার টাকা। এবছর ১৫ হাজার টাকা বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হলো। এ বছর ৪৩ হাজারেরও বেশি পুজো কমিটিকে ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর এই অনুদান আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিন ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করেন তিনি। ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিও। সেখানেই মমতা ঘোষণা করেন, চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। ২০২৫ সাল থেকে এই অনুদান বৃদ্ধি পেয়ে হবে এক লক্ষ টাকা।