Thursday, January 22, 2026
spot_img
25.3 C
West Bengal

Latest Update

RG Kar Protest

RG Kar Protest | অনশন তুলে নিলে তবেই সোমবার নবান্নে বৈঠক, ইমেল মুখ্যসচিবের

Follow us on :

কলকাতা: মুখ্যসচিব মনোজ পন্থ ইমেলে জুনিয়র ডাক্তারদের জানিয়েছেন, অনশন প্রত্যাহার করে ২১ অক্টোবর নবান্নে বৈঠকে যোগ দিন। মুখ্যসচিবের এই ইমেলের জবাব শনিবারের মধ্যেই দেওয়া হবে বলে জানান জুনিয়র ডাক্তারেরা।

শনিবার দুপুর ২টোয় ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চে আচমকাই হাজির হন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। সেখানে অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশাপাশি অন্য প্রতিনিধিদের সঙ্গে ঘণ্টা খানেক আলোচনা করেন তাঁরা। সেই আলোচনার মাঝেই মুখ্যসচিবের ফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে অনশনকারীদের অনশন তুলে নেওয়ার আর্জি করেন তিনি। মমতা এ-ও জানান, আন্দোলনে বসতে প্রস্তুত। এমনকি, ফোনে বৈঠকের কথা জানিয়ে দেন মমতা।

মুখ্যসচিবেরা ধর্নামঞ্চ ছাড়ার কিছু পরেই সাংবাদিক বৈঠক করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সেই বৈঠক থেকে তাঁরা স্পষ্ট জানান, সোমবারের বৈঠকে কী আলোচনা হয়, তার পরেই অনশন তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

Entertainment