Thursday, March 13, 2025
spot_img
33.6 C
West Bengal

Latest Update

Kolkata Metro

যাত্রী-সহ মেট্রো আটকে রবীন্দ্র সরোবরে, থমকে মেট্রো পরিষেবা

একটি মেট্রো যান্ত্রিক গোলযোগের কারণে রবীন্দ্র সরোবর স্টেশনে আটকে পড়েছে

Follow us on :

কলকাতা: কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ফের যান্ত্রিক গোলযোগ। শুক্রবার ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, একটি মেট্রো যান্ত্রিক গোলযোগের কারণে রবীন্দ্র সরোবর স্টেশনে আটকে পড়েছে। এগোতে পারছে না। সেই কারণেই এই বিপত্তি।

মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, শুক্রবার যান্ত্রিক গোলযোগের কারণে একটি মেট্রো রবীন্দ্র সরোবর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের সেখান থেকে সরিয়ে মেট্রোটি কালীঘাট স্টেশনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এর ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বরের মধ্যে মেট্রো চলছে। বাকি স্টেশনে পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আর্থিক বঞ্চনা, দিল্লি যাওয়ার আগে আর কি বললেন মমতা?

Entertainment