Thursday, March 13, 2025
spot_img
23.6 C
West Bengal

Latest Update

Rohit Sharma | ক্যাপ্টেন্স ইনিংস খেলে রোহতি বোঝালেন ‘টাইগার জিন্দা হ্যায়’

Follow us on :

স্পোর্টস ডেস্ক: কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে (IND vs ENG 2nd ODI) ম্যাচে একেবারে স্বমহিমায় দেখা গেল রোহিত শর্মাকে (Rohit Sharma)। তিনি ফিরলেন একেবারে রাজার মতো। অগাস্ট থেকে কোনও ফর্ম্যাটে কোনও অর্ধশতরান অবধি হাঁকাতে পারেননি রোহিত। তবে কটকে তিনি শুধু ফর্মেই ফিরলেন না, একেবারে শতরান হাঁকিয়ে ফেললেন ‘হিটম্যান’। ইনিংসের ৯০ রান এলো চার আর ছয়ে। বাকি ২৯ রান এক আর দুই রানে। অর্থাৎ নয়টি চার ও সাতটি ছক্কার সাহায্যে সেঞ্চুরি পূরণ করলেন ভারতীয় অধিনায়ক।

৩৩৯ দিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালা টেস্টে শতরান করেছিলেন রোহিত। এক দিনের ক্রিকেটে শেষ শতরানটি এসেছিল ২০২৩ সালে। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে শতরান করেছিলেন তিনি। তার পর থেকে এক দিনের ক্রিকেটে আর শতরান আসেনি। টি-টোয়েন্টি ক্রিকেটেও রোহিতের শেষ শতরানটি আফগানিস্তানের বিরুদ্ধেই। সেটাও এসেছিল ২০২৪ সালে। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই রান পাচ্ছিলেন না রোহিত। অবশেষে খরা কাটল।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯তম শতরান করে ফেললেন রোহিত। এর মধ্যে ৩২টি এসেছে এক দিনের ক্রিকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে পরিসংখ্যান স্বস্তি দেবে ভারতকে। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির নিরিখে রোহিতের আগে শুধু বিরাট কোহলি এবং শচীন তেণ্ডুলকর।

Entertainment