স্পোর্টস ডেস্ক: ২২ মার্চ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার আগে প্রস্তুতি শিবির শুরু করল তারা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কেকেআরের এই প্রস্তুতি শিবির। শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারেরা থাকলেও প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ ভরত অরুণ, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সাগর ভি, ফিজিয়ো প্রশান্ত পনচন্দা ও স্পিন বোলিং কোচ কার্ল ক্রো রয়েছেন শিবিরে। ভারতীয় ক্রিকেটারদের দেখে নিচ্ছেন তাঁরা।
কেকেআরের প্রধান কোচ পণ্ডিত জানিয়েছেন, আইপিএলের আগে ১২ মার্চ থেকে কলকাতায় প্রস্তুতি শিবির শুরু হবে। সেখানে বাকি দেশীয় ও বিদেশি ক্রিকেটারেরা যোগ দেবেন। সেখানেই প্রথম একাদশ থেকে শুরু করে মূল পরিকল্পনা তৈরি হবে। তার আগে মূলত যাঁরা এখন ক্রিকেট খেলছেন না, তাঁদের দেখে নিচ্ছেন পণ্ডিতেরা। ভারতীয় ক্রিকেটারদের তৈরি রাখতে চাইছেন তাঁরা।