Monday, June 30, 2025
spot_img
29 C
West Bengal

Latest Update

Reserved Seat Chart

Reserved Seat Chart | ৪ নয়, এবার ৮ ঘণ্টা আগেই মিলবে রিজার্ভেশন চার্ট

Follow us on :

ওয়েব ডেস্ক: সাধারণ মানুষের নিত্যদিনের যাত্রার সঙ্গী রেল। সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে দ্রুত উন্নতির শিখরে পৌঁছচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীরা যাতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করে চলেছে রেল। আর এবার এক নয়া পদক্ষেপ গ্রহণ করল রেল। স্টেশন থেকে ট্রেন রওনা হওয়ার ৮ ঘণ্টা আগেই সংরক্ষিত আসনের তালিকা (Reserved Seat Chart) তৈরি করবে রেল। অপেক্ষার সময়ে বিয়োগ হল ৪ ঘণ্টা। এখন ট্রেন রওনা দেওয়ার ৪ ঘণ্টা আগে তৈরি হয় সংরক্ষিত আসন তালিকা (Reserved Seat Chart)। রেলের লক্ষ্য রয়েছে একদিন আগেই (24 Hours Before) তালিকা তৈরির। তবে আপাতত ৪ ঘণ্টা আগে তৈরির সিদ্ধান্তে সিলমোহর দিল রেল (Indian Railways)।

মাত্র কয়েক ঘণ্টা আগে সংরক্ষিত আসনের লিস্ট (Reserved Seat Chart) প্রকাশ করায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এত কম সময়ে বিকল্প ব্যবস্থাও করা মুশকিল হয়ে পড়ে। তাই যাত্রীদের কথা মাথায় রেখে স্টেশন থেকে ট্রেন রওন দেওয়ার ২৪ ঘণ্টা আগে তালিকা তৈরির পরিকল্পনা করছে রেল। বর্তমানে পাইলট প্রোজেক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে রাজস্থানের বিকানের ডিভিশনে (Rajasthan Bikaner) এই কাজ আলো দেখছে। এটির সাফল্যের উপর নজর রেখে ধীরে ধীরে সমগ্র দেশ জুড়েই এই ব্যবস্থা কার্যকর হবে।
জানা গিয়েছে, দুপুর ২ পর্যন্ত রওনা হওয়া ট্রেনগুলির ক্ষেত্রে আগেরদিন রাত ৯ টার মধ্যে প্রস্তুত হবে সংরক্ষিত আসন চার্ট। অন্যান্য ট্রেনগুলির ক্ষেত্রে আট ঘণ্টা আগে তালিকা দেওয়া হবে। অন্যদিকে, আধুনিকতার ছোঁয়া পেয়েছে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএস (PRS)। তাই গোটা দেশে প্রতি মিনিটে দেড় লক্ষের কাছাকাছি মানুষ টিকিট কাটতে পারছেন। আগের তুলনায় পাঁচগুণ বেড়েছে।

Entertainment