ওয়েব ডেস্ক: ভালোবাসার শহর প্যারিস (Paris) কী দিন দিন চোরেদের (Thief) শহরে পরিণত হচ্ছে? সাম্প্রতিক সময়ে ফ্রান্সের (Paris News) এই শহরে সাইকেল চুরি নিয়ে মহা চিন্তায় পড়েছে একটি জনপ্রিয় ‘জয়রাইড’ সংস্থা। আসলে প্যারিসে সীমিত সময়ের জন্য সামান্য ভাড়ায় সাইকেল দেয় পাবলিক বাইক শেয়ারিং পরিষেবা ‘ভেলিব’ (Velib)। কিন্তু সম্প্রতি এই সংস্থার ব্যবসা লাটে ওঠার জোগাড়। জানা গিয়েছে, প্রতি সপ্তাহে ভেলিবের ৬০০-র বেশি সাইকেল নিখোঁজ (Cycle Missing) হচ্ছে।
বর্তমানে প্রায় ২০,০০০ প্যাডেল চালিত এবং বৈদ্যুতিক সাইকেলের মধ্যে প্রায় ৩,০০০ সাইকেল নিখোঁজ বলে জানিয়েছে পরিষেবা পরিচালনাকারী সংস্থা অ্যাগেমব (Agemob)। সংস্থার দাবি, এখন লক সিস্টেম হ্যাক করে স্ট্যান্ড থেকে বাইক খুলে নিয়ে পালাচ্ছে চোরেরা। সেই সাইকেল নিয়ে শহরে ঘুরে বেড়ানোর মাঝে যখন সাইকেলের লক সিস্টেম সক্রিয় হচ্ছে, তখন সেটিকে কোথাও ফেলে রেখে পালাচ্ছে।
ভালোবাসার শহরে সাইকেল চুরির সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমান পরিসংখ্যান বলছে, সপ্তাহে গড়ে ৬৪০টি করে সাইকেল উধাও হয়ে যাচ্ছে স্ট্যান্ড থেকে। কারণ, এসব সাইকেলে কোনও জিপিএস ট্র্যাকিং সিস্টেম নেই। ফলে এগুলোর অবস্থান খুঁজে বের করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে পাবলিক বাইক শেয়ারিং পরিষেবা ‘ভেলিব’-এর তরফে।
উল্লেখ্য, ২০০৭ সালে প্যারিসে চালু হওয়া এই পাবলিক বাইক শেয়ারিং পরিষেবার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। শুধুমাত্র গত বছরেই ভেলিবের সাইকেলের মাধ্যমে ৪ কোটি ৯৩ লক্ষ বার ভ্রমণ হয়েছে। চলতি বছরের মে মাসে গত বছরের তুলনায় যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংস্থা।