স্পোর্টস ডেস্ক: টি২০ বিশ্বকাপ জেতার পরই জানিয়ে দিয়েছিলেন তিনি আর আন্তর্জাতিক টি২০ খেলবেন না। তারপর নতুন জল্পনা তৈরি হয়েছিল, রোহিত শর্মা (Rohit Sharma) কতদিন টেস্ট এবং একদিনের ম্যাচ খেলবেন? এবার সেই জল্পনার ইতি ঘটালেন খোদ রোহিতই। আমেরিকার ডালাসে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রোহিত। বিশ্বকাপ জেতার পর অবসর নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “বিদায় জানানোর জন্য এর থেকে ভাল সময় পেতাম না। আমার শেষ ম্যাচ ছিল ওটা। এই ফরম্যাটে খেলা শুরুর পর থেকে সময়টা উপভোগ করেছি। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। তাই ট্রফিটা জেতার জন্য মরিয়া ছিলাম।”
এর পরেই নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন রোহিত। বলেন, “আমি খুব বেশি দূরের দিকে তাকাই না। তাই নিশ্চিত ভাবেই আরও অন্তত কিছুটা সময় আপনারা আমাকে ক্রিকেট খেলতে দেখবেন।”
At least you will see me playing for a while! Says Rohit Sharma in Dallas. pic.twitter.com/wADSJZj6b5
— Vimal कुमार (@Vimalwa) July 14, 2024