স্পোর্টস ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্বরেকর্ড করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পঞ্চম ম্যাচের প্রথম ওভারে বল করতে যান জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। ব্যাট করছিলেন যশস্বী। সিকন্দর প্রথম বলটি করেন কোমরের উপরে ফুলটস। স্কোয়্যার লেগ অঞ্চলে ছক্কা মারেন যশস্বী। আম্পায়ার নো ডাকেন। পরের বলটি ফ্রি হিট ছিল। সেই বলে সোজা ছক্কা মারেন ভারতের বাঁহাতি ওপেনার। দুই ছক্কায় ১ বলে ১২ রান করেন তিনি। ক্রিকেটের ইতিহাসে কোনও ম্যাচের প্রথম বলে কেউ ১২ রান করতে পারেননি। সেই হিসেবে যশস্বী জসওয়াল প্রথম ক্রিকেটার। এমনকী দলের রানও হয়েছে ১ বলে ১৩। এটিও বিশ্বরেকর্ড।
.@ybj_19 started the final T20I of the Zimbabwe tour with a flourish 💥💥#SonySportsNetwork #ZIMvIND #TeamIndia | @BCCI pic.twitter.com/7dF3SR5Yg1
— Sony Sports Network (@SonySportsNetwk) July 14, 2024