স্পোর্টস ডেস্ক: সাদা বলের ক্রিকেটে ফিরতেই নিজের পুরনো ছন্দে ফিরল ভারত। বিশাখাপত্তনমে দেখা গেল, বছরের এই সময় ভারতীয় মাটিতে দিন-রাতের ম্যাচে পরে বল করা কতটা কঠিন। প্রথম দুই এক দিনের ম্যাচে ভারতীয় বোলারদের যে অসহায় ছবি দেখা গিয়েছিল, এবার একই হাল হল দক্ষিণ আফ্রিকার। ২৭১ রান সহজেই তাড়া করে ৯ উইকেটে জিতল ভারত। দুর্দান্ত শতরান করলেন যশস্বী জয়সওয়াল। রান পেলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। সিরিজের জয় নিশ্চিত করলেন লোকেশ রাহুলরা, আর মুখে হাসি ফুটল কোচ গৌতম গম্ভীরেরও। টেস্ট সিরিজে চুনকামের লজ্জা কিছুটা হলেও কাটল ভারতের।
টস জেতা মানেই অর্ধেক জয়
বিশাখাপত্তনমে রাহুল যখন বাঁ হাতে কয়েন তুললেন, সেখানেই যেন ঘুরে গেল ভাগ্য। টস জিতেই তিনি চোখ বন্ধ করে নিলেন প্রথমে বল করার সিদ্ধান্ত। টস জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাসই বলে দিচ্ছিল—অর্ধেক ম্যাচ সেখানেই জিতে ফেলেছে দল।
দিন-রাতের ম্যাচে ৩৫০ রান করলেও জয় নিশ্চিত নয়—এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকা ২৭০ রান করায় ম্যাচের নিয়ন্ত্রণ প্রথম থেকেই ভারতের হাতেই ছিল।
ওপেনিং জুটির উপর ভর করেই দাপট
ইনিংস শুরু করেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ধীরে শুরু করে সময় নিয়ে খেলা জমাতে থাকেন দুই ব্যাটার। যতই সময় গড়াতে থাকে, ব্যাট করা সহজ হয়ে ওঠে। এরপর হাত খোলেন দুই ওপেনার। গড়ে ওঠে শতরানের জুটি। দু’জনই পৌঁছে যান অর্ধশতরানে।
একসময় মনে হচ্ছিল, ভারত হয়তো ১০ উইকেটেই ম্যাচ জিতবে। কিন্তু ৭৫ রানে রোহিতকে আউট করেন মহারাজ। তবু ১৫৫ রানের ওপেনিং জুটি দক্ষিণ আফ্রিকার লড়াই প্রায় শেষ করেই দিয়েছিল।
যশস্বীর প্রথম এক দিনের শতরান
এ পর্যন্ত এক দিনের ক্রিকেটে অর্ধশতরানও করতে পারেননি যশস্বী। এ দিন সেই অপেক্ষার অবসান। অর্ধশতরানের পরেও ধৈর্য হারাননি। মাঝে বলের লাইন মিস করলেও আত্মবিশ্বাসে ভাঁটা পড়তে দেননি। অবশেষে ক্যারিয়ারের প্রথম ওয়ান ডে শতরান করে উল্লাসে ভাসেন তরুণ ওপেনার।
কোহলির ধারাবাহিকতা অব্যাহত
শতরানের সুযোগ আর ছিল না তাঁর সামনে, তবুও বড় শট খেলতে কার্পণ্য করেননি কোহলি। আগের দুই ম্যাচে শতরান করার ধারাবাহিকতা ধরে রেখে এ দিন পেলেন অর্ধশতরান। যশস্বীর সঙ্গে জুটি বেঁধে দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্যে এগিয়ে যান দু’জনই।
বিরাট–যশস্বীর অপরাজিত ইনিংসে সহজ জয়
দক্ষিণ আফ্রিকার কোনও বোলারই সমস্যায় ফেলতে পারেননি ভারতকে। শেষ পর্যন্ত ৬১ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত।
অপরাজিত থাকেন—
- যশস্বী জয়সওয়াল: ১১৬ রান
- বিরাট কোহলি: ৬৫ রান
সিরিজের শেষ ম্যাচে দাপট দেখিয়ে এক দিনের সিরিজ নিজের পকেটে ভরে মাঠ ছাড়ল ভারত।




