Thursday, October 16, 2025
spot_img
24.4 C
West Bengal

Latest Update

Saokat Molla

Saokat Molla | টাক পড়ে যাওয়াদের ‘বুদ্ধিজীবী’ ঘোষণা, সম্বর্ধনা দিলেন সওকত মোল্লা

Follow us on :

ওয়েব ডেস্ক: টাক পড়ে যাওয়া ব্যক্তিদের একত্রিত করে সম্বর্ধনা দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। ভাবছেন এটা আবার কীরকম খবর? হ্যাঁ, এটা একদম সত্যি খবর, এখানে কোনও ভুল নেই। তৃণমূল বিধায়কের এই কর্মসূচী রীতিমতো হইচই ফেলেছে। কারণ সওকত মোল্লা জানিয়েছেন, ‘যাঁদের মাথায় চুল নেই টাক পড়ে গেছে, তাদের বুদ্ধি বেশি। এঁদের বুদ্ধিজীবী হিসেবে সম্বর্ধনা দেওয়া হল’। এদিন ক্যানিং পূর্ব বিধানসভার দুটি অঞ্চলের ১০০ জন টাক পড়া মানুষকে পাঞ্জাবি ও গোলাপ ফুল উপহার দেওয়া হয়েছে।

তবে এখানেই শেষ নয়, আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।

Entertainment