Wednesday, June 18, 2025
spot_img
27.6 C
West Bengal

Latest Update

শ্রীলঙ্কা সফরে টি২০ অধিনায়ক সূর্য, ODI-তে রোহিত-বিরাট

বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে

Follow us on :

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফরে দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২৭ জুলাই থেকে সিরিজ শুরু। আর গৌতম গম্ভীর কোচ হওয়ার পর এটি প্রথম টিম সিলেকশন। টি২০-তে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। শুভমন গিলকে করা হয়েছে সহ অধিনায়ক। আর একদিনের ম্যাচ খেলবেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। দলে ফিরেছেন কেএল রাহুল, শ্রেয়স আইয়ার।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম টি২০ ম্যাচ ২৭ জুলাই। এবং বাকি দুটি টি২০ ম্যাচ হবে ২৮ এবং ৩০ জুলাই। আর সব ম্যাচই হবে পাল্লেকেলে স্টেডিয়ামে। একদিনের ম্যাচ শুরু হবে ২ অগাস্ট। আর বাকি ২টি ওডিআই ম্যাচ হবে ৪ এবং ৭ অগাস্ট।

ভারতের টি২০ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জসওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদ্বীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

ভারতের ওয়ান ডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর পাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Entertainment