Friday, July 18, 2025
spot_img
28.7 C
West Bengal

Latest Update

Abhijit Ganguly

Abhijit Ganguly | সঙ্কটজনক সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, নিয়ে যাওয়া হচ্ছে AIIMS-এ

Follow us on :

কলকাতা: সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিতকে সেখানকার এমস হাসপাতালে ভর্তি করানো হবে। বিজেপি সূত্রে খবর, অভিজিতের যা শারীরিক পরিস্থিতি, তাতে এমসে ভর্তি করা হলে তিনি আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে মনে করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

বেশ কয়েক দিন ধরেই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিজিৎ। বিকেল ৪টে নাগাদ তাঁকে ওই হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। গ্রিন করিডর করে অভিজিৎকে নিয়ে যাওয়া হচ্ছে দমদম বিমানবন্দরে। বিজেপি সূত্রে খবর, বিকেল ৫টা ৩৫ মিনিটের একটি বিমানে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎকে। সাংসদের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে এয়ার অ্যাম্বুল্যান্সে সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে।

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ও রয়েছে। গত শনিবার থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিজেপি সূত্রে খবর, তাঁকে যে দিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সে দিনই প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও) থেকে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছিল, যে কোনও প্রয়োজনে পিএমও পাশে থাকবে।

Entertainment