স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে চূড়ান্ত ফর্মে থাকলেও জাতীয় দলে ব্রাত্যই রইলেন মহম্মদ শামি। অধিনায়ক হিসেবেই দলে ফিরলেন শুভমন গিল। এবং সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও শ্রেয়সের অন্তর্ভুক্তি রাখা হয়েছে শর্তসাপেক্ষে। ফিটনেসের উপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজয় হজারে ট্রফিতে বেশ কয়েক জন ক্রিকেটার নজরকাড়া পারফরম্যান্স দেখালেও পরীক্ষার পথে হাঁটেননি নির্বাচকেরা। মূলত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা এক দিনের দলটিকেই ধরে রাখা হয়েছে। শ্রেয়সকে সহ-অধিনায়ক করা হলেও তাঁর ফিটনেস নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের রিপোর্টের ভিত্তিতেই আপাতত তাঁকে দলে রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, চোট সারানোর পর এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি শ্রেয়স।
অস্ট্রেলিয়া সফরে তৃতীয় এক দিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পেটে চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। প্রথমে মনে করা হয়েছিল, প্রায় তিন মাস খেলতে পারবেন না তিনি। তবে প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে ওঠায় চোট পাওয়ার দু’মাসের মধ্যেই মাঠে ফেরার পথে শ্রেয়স। সব ঠিক থাকলে আগামী ৬ জানুয়ারি মুম্বইয়ের হয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলতে পারেন তিনি।
বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (সিওএ) চলছিল শ্রেয়সের রিহ্যাব। মেডিক্যাল টিম নিয়মিত তাঁর শারীরিক অবস্থার মূল্যায়ন করেছে। গত শুক্রবার সিওএ-তে একটি ৫০ ওভারের ‘রিটার্ন টু প্লে ম্যাচ সিমুলেশন’-এ অংশ নেন শ্রেয়স। সেখানে কোনও অসুবিধা হয়নি তাঁর। তার পরই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ছাড়পত্র দেন বোর্ডের চিকিৎসকেরা। তবে মুম্বইয়ের হয়ে ম্যাচ খেলার পরই বোঝা যাবে আন্তর্জাতিক ক্রিকেটের ধকল নিতে তিনি কতটা প্রস্তুত।
এ দিকে শুভমন গিলের দলে থাকা নিয়েও শনিবার সকালে সাময়িক সংশয় তৈরি হয়। পেটের সমস্যার কারণে পঞ্জাবের হয়ে সিকিমের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির ম্যাচ খেলতে পারেননি তিনি। যদিও পঞ্জাব দলের তরফে জানানো হয়েছে, গুরুতর কোনও সমস্যা নেই শুভমনের। খাদ্যে বিষক্রিয়ার কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আগামী ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে তাঁর খেলার কথা।
অন্য দিকে, বিজয় হজারে ট্রফিতে ভাল পারফরম্যান্স সত্ত্বেও জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন না মহম্মদ শামি। এক দিনের দলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচকদের সিদ্ধান্তে অপেক্ষা আরও দীর্ঘ হল শামির।
একনজরে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টিম –
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, জসস্বী জসওয়াল।




