Thursday, January 22, 2026
spot_img
14.4 C
West Bengal

Latest Update

Weather Update

Weather Update | কবে থেকে দুর্যোগ শুরু? দেখুন বড় আপডেট

Follow us on :

ওয়েব ডেস্ক: বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হলেও তীব্র দহনে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা (Monsoon) প্রবেশ করলেও এখন দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। কবে ঢুকবে বর্ষা (Weather Update)? আপাতত সেটাই এখন প্রশ্ন সকলের।

উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সক্রিয় নয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে আবহাওয়াবিদদের মতে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে। তবে এখনও স্পষ্ট বর্ষা প্রবেশের তারিখ উল্লেখ করেনি আবহাওয়া দফতর।

আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গে বিরাট হাওয়া বদল হবে। টানা কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই বৃষ্টি চলবে। বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই হাওয়ার দাপট বেশি থাকবে। আজও বিকেলে ভিজবে কলকাতা শহর ।

বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। আজও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Entertainment