ওয়েব ডেস্ক: প্রতিদিন বেড়েই চলছে হলুদ ধাতুর দাম। কখনও লক্ষ ছুঁই ছুঁই। আবার কখনও দাম কমছে। বুধবার কমেছে সোনার বাজার দর (Gold Price Today)। কলকাতা, চেন্নাই, মুম্বই, দিল্লি সহ একাধিক শহরে আজ সোনার দাম কত? এক নজরে দেখুন ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম।
এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১ গ্রামে ৮৯৪৪ টাকা। ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৫৭ টাকা। গতকাল কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ৮৯৪৫, ও ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে দাম ৯৭৫৮ টাকা।
আজ চেন্নাই-এ ২২ ক্যারেট সোনার ৮৯৪৪, ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৫৭। মুম্বইয়ে সোনার দাম ২২ ক্যারেট প্রতি ১ গ্রামে ৮৯৪৪ টাকা। ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৫৭ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট প্রতি ১ গ্রামে সোনার দাম ৮৯৫৯, ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৭২। বেঙ্গালুরুতে ২২ ক্যারেট প্রতি ১ গ্রামে ৮৯৪৪ টাকা ও ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৫৭ টাকা।
আমেদাবাদে সোনার দামতি ১ গ্রামে ৮৯৪৯ টাকা (২২ ক্যারেট)।২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৬২ টাকা। জয়পুরে সোনার দাম ২২ ক্যারেটের প্রতি ১ গ্রামে ৮৯৫৯ টাকা ও ২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৭২ টাকা।