কলকাতা: দক্ষিণবঙ্গে এখন ভরা বর্ষা (Weather Update)। আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, গোটা সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, সঙ্গে বিদ্যুতের ঝলকানি থাকবে। রয়েছে বজ্রপাতের আশঙ্কা। এককথায় দেরিতে হলেও অবশেষে স্বমহিমায় দক্ষিণবঙ্গে বর্ষা। সোমবার থেকেই বৃষ্টি চলছে দিনভর। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত একইরকম বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের ৭ জেলায়। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।