নয়াদিল্লি: টানা সাত বার বাজেট পেশ করে নজির গড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ভেঙে দিয়েছেন মোরারজি দেশাইয়ের রেকর্ড। তবে এদিন বাজেট পেশ করার আগে নির্মলা সীতারমণ দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে।
অর্থমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে তাঁর হাতে তুলে দেন বাজেটের কপি। একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুভ কাজ শুরুর আগে অর্থমন্ত্রীকে ‘দহি-চিনি’ (‘Dahi-Cheeni’) খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। তারপর রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ফিরে আসেন মন্ত্রকে। সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন নির্মলা সীতারমণ। তারপরই সংসদে বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।