Thursday, January 22, 2026
spot_img
23.3 C
West Bengal

Latest Update

Mamata Banerjee

বাজেট নিয়ে কী বললেন মমতা?

এই বাজেট রাজনৈতিক বাজেট

Follow us on :

কলকাতা: কেন্দ্রীয় বাজেটকে রাজনৈতিক বাজেট বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে কী কী বলেছেন একনজরে দেখে নেওয়া যাক-

* এই বাজেট রাজনৈতিক বাজেট

* বন্যা নিয়ন্ত্রনে কোনও টাকা দেওয়া হয়নি

* ১ লক্ষ ৭১ কোটি টাকা পাওয়া আছে, আমাদের টাকা আমাদের দেয়নি। অসম, তামিলনাড়কে টাকা দিয়েছে।

* গরিব বিরোধী বাজেট

* ভোটের পর দার্জিলিংকে ভুলে গেছে

বাংলার তৃণমূল সাংসদরা বলছেন, বাংলার জন্য বিশেষ কিছুই দেখা গেল না নির্মলার বাজেটে। পূর্বোদয় পরিকল্পনার কথা বলার সময় এক বার শোনা গেল পশ্চিমবঙ্গের নাম। আর এক বার গয়ার উন্নয়নের কথা বলতে গিয়ে অমৃতসর-কলকাতা বাণিজ্যিক করিডরের উল্লেখ। গোটা বাজেটে আর কিছুই শোনা গেল না বাংলার জন্য। কিছু দিন আগে নাগাড়ে বৃষ্টিতে সিকিমে যে বিপর্যয় দেখা গিয়েছিল, তার প্রভাব পড়েছিল বাংলাতেও। উত্তরের জেলাগুলিতে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এ বারের বাজেটে বন্যা পরিস্থিতি সামাল দিতে সিকিমের জন্য বরাদ্দের উল্লেখ রয়েছে। এমনকি বিহার, অসম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের জন্যও আর্থিক সহায়তার ঘোষণা রয়েছে বাজেটে। কিন্তু এ ক্ষেত্রেও বন্যা কবলিত উত্তরের জেলাগুলির জন্য কোনও সাহায্যের আভাস পেল না বাংলা।

Entertainment