নয়াদিল্লি: তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) মঙ্গলবার পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছিলেন। অর্থমন্ত্রী জানিয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে।
মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) উপর থেকে টিডিএস (TDS) তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগে টিডিএস ধার্য করা হত দু’শতাংশ। সেটা তুলে নেওয়া হচ্ছে। বেতনের সঙ্গে টিসিএস দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে ক্যাপিটাল গেইনস ট্যাক্সের সরলীকরণ করা হচ্ছে। বিদেশি সংস্থার থেকে কর্পোরেট ট্যাক্সের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সব ধরনের বিনিয়োগকারীদের জন্য ‘এঞ্জেল ট্যাক্স’ তুলে দেওয়া হচ্ছে।