Friday, March 14, 2025
spot_img
34.4 C
West Bengal

Latest Update

Durga Puja

Durga Puja | পুজোয় হাওড়া-শিয়ালদহ থেকে লাস্ট ট্রেন কখন?

Follow us on :

কলকাতা: দুর্গা পুজোয় (Durga Puja) বিশেষ পরিষেবা দেবে পূর্ব রেলের শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন। ওই দুই ডিভিশনে কার্যত সারা রাত পরিষেবা চালু থাকছে। কতক্ষণ পরিষেবা চালু থাকছে একনজরে দেখে নেওয়া যাক।

শিয়ালদহ ডিভিশনে স্পেশাল কী পরিষেবা থাকছে?

*আগামী ৯-১২ অক্টোবর পুজোর দিনে ওই বিশেষ পরিষেবা চালু থাকছে।

*সমস্ত লোকাল ট্রেন সংশ্লিষ্ট শাখার সব স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে।

*দিনে স্বাভাবিক পরিষেবার পাশাপাশি রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত বিভিন্ন শাখায় ১৮টি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা হয়েছে। এ জন্য লোকাল ট্রেনের সময়ানুবর্তিতার দিকেও নজর রাখা হবে।

হাওড়া ডিভিশনে স্পেশাল কী পরিষেবা থাকছে?

*১০, ১১, ১২ অক্টোবর ছাড়াও ১৬ অক্টোবর, লক্ষ্মীপুজো এবং ৩১ অক্টোবর, কালীপুজোর দিনেও গভীর রাতে লোকাল ট্রেন চলবে।

*রবিবার যে সংখ্যায় ট্রেন চলে, পুজোর দিনগুলিতে দুপুর ৩টে পর্যন্ত সেই নিয়ম মেনে ট্রেন চালানো হবে। তার পরে রাত পর্যন্ত কাজের দিনের সূচি মেনে লোকাল ট্রেন চলবে।

*রাতের দিকে শেওড়াফুলি, তারকেশ্বর, হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় লোকাল ট্রেনের পরিষেবা থাকছে। এ জন্য ওই সব রুটে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে।

*হাওড়া-বর্ধমান মেন শাখায় রাতের শেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে।

*ব্যান্ডেল যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ১টায়।

Entertainment