Friday, March 14, 2025
spot_img
25.2 C
West Bengal

Latest Update

Manoj Mitra

Manoj Mitra | চলে গেলেন ‘বাঞ্ছারাম’, রেখে গেলেন মন ভালো করা অভিনয়

Follow us on :

কলকাতা: চলে গেলেন বাঞ্ছারাম। সিনেমায় সাজানো বাগান ছেড়ে তাঁর মরে যাওয়ার কোনও ইচ্ছা ছিল না। কিন্তু অমন বাগান দখল করার জন্য জমিদারের বাঞ্ছারামকে মারার কোনও চেষ্টার ত্রুটি ছিল না। পরিচালক তপন সিনহার সেই জনপ্রিয় সিনেমা বাঞ্ছারামের বাগান-এর চরিত্রাভিনেতা মনোজ মিত্রের (Manoj Mitra) জীবনাবসান হল। বয়স হয়েছিল ৮৫ বছর।

প্রবীণ এই অভিনেতার জন্ম বাংলাদেশের সাতক্ষীরায়। ছোটবেলা থেকেই তাঁর অভিনয়ের শখ ছিল। দুর্গাপুজোর সময় বাড়ির উঠোনে যাত্রা করতেন। কিন্তু বাড়ির বড়রা তা পছন্দ করতেন না। দেশভাগের পর তাঁরা চলে আসেন বসিরহাটে। স্কটিশচার্চ কলেজে পড়তেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম এ করেন। তখন থেকেই বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু। পরবর্তীকালে নাটক লিখতে শুরু করেন। পরিচয় হয় বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত প্রমুখ নাট্যব্যক্তিত্বের সঙ্গে। বন্ধু এবং চলচ্চিত্র পরিচালক পার্থপ্রতিম চৌধুরী এবং মনোজ সুন্দরম নামে নাট্য গোষ্ঠী তৈরি করেন। সেই সুন্দরম বহু নাটক উপহার দিয়েছে বাংলার নাট্যমোদিদের। সুন্দরমের প্রযোজনায় অনেক নাটকই মনোজের লেখা।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি নাটক বিভাগে শিক্ষকতা করেছেন। পরে বিভাগীয় প্রধান হন। সাজানো বাগান, চোখে আঙুল দাদা, কালবিহঙ্গ, পরবাস, অলকানন্দার পুত্রকন্যা, নরক গুলজার, চাকভাঙা মধু, রাজদর্শন, দেবী সর্পমস্তার মতো বহু নাটক লিখেছেন তিনি। সেগুলির সফল প্রযোজনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মনোজ নিজেও ছিলেন তুখোড় অভিনেতা। সাজানো বাগান নাটকে তিনি বাঞ্ছারামের ভূমিকায় অভিনয় করেছেন। সেটি অবলম্বনেই তপন সিনহা বাঞ্ছারামের বাগান সিনেমা করেন। তাতেও বাঞ্ছারাম হন মনোজ মিত্র। নাটক ছাড়া বহু সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। নাটকের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন।

মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে শিল্পী। ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল, তাঁর হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না। হার্ট পাম্পের সমস্যা রয়েছে। এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে। সোডিয়াম-পটাসিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল!

Entertainment