কলকাতা: মিচেল স্টার্কের (Mitchell Starc) কি চোট পেয়েছেন? পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন? এখন এই দু’টি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সেই সঙ্গে শুরু ২৬ এপ্রিল ইডেন ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে। আর এই জল্পনা শুরু হয়েছে বুধবার থেকে। ম্যাচের আগের দিনও সেই জল্পনা অব্যাহত থাকল। কারণ, আজ অর্থাৎ বৃহস্পতিবারও কোনও প্র্যাক্টিস করলেন না মিচেল স্টার্ক।
মিচেল স্টার্ককে (Mitchell Starc) নিয়ে কেন এই জল্পনা?
২৪.৭৫ কোটির তারকা বোলার মিচেল স্টার্কের বাঁ হাতের আঙুলে চোট রয়েছে। ফলে তাঁকে ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগে অনুশীলনে বোলিং করতে দেখা যায়নি। সেই কারণেই জল্পনা শুরু হয়েছে।
মিচেল স্টার্ক (Mitchell Starc) না খেললে পরিবর্তে কে খেলতে পারেন?
মিচেল স্টার্ক না খেললে কে খেলতে পারেন সেই নিয়ে এখনও খবর না পাওয়া গেলেও, বুধবার ইডেনে ক্রমাগত বোলিং করতে দেখা গেল দুষ্মন্ত চামিরাকে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে অনেকক্ষণ আলোচনা করতেও দেখা গেল। তাই চামিরার খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ম্যাচের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারও চামিরাকে নেটে বল করতে দেখা গেল।
তবে এদিন দু’দল প্র্যাক্টিস করলেও উপচে পড়া ভিড় চোখে পড়ল না। ইডেন ম্যাচে পাঞ্জাব হারলে বলা যেতেই পারে প্লে অফ থেকে অনেকটাই দূরে সরে গেল। তবে কেকেআর (KKR) জিতলে পয়েন্ট টেবিলে টপ ফোর আরও পাকাপোক্ত হবে একথা বলাই যায়।