Friday, December 26, 2025
spot_img
16.8 C
West Bengal

Latest Update

Rohit Sharma & Virat Kohli

Rohit Sharma | Virat Kohli | বিজয় হজারেতে জোড়া কীর্তি, একই দিনে শতরান রো-কো’র!

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন এর থেকে ভাল হতে পারত না রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) জন্য। বছরের শুরুতে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের রাজ্যের হয়ে খেললেও, পছন্দের ফরম্যাট লিস্ট এ-তে নেমে দু’জনেই বিজয় হাজারে ট্রফিতে দাপট দেখালেন। দু’জনের ব্যাট থেকেই এল শতরান, জিতল দলও। অন্য দিকে, ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসা ঈশান কিশনও বিধ্বংসী শতরান করে রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন।

রোহিত এবং কোহলি দু’জনেই গড়েছেন একাধিক নজির। বিজয় হাজারে ট্রফিতে শতরান করে রোহিত হয়েছেন প্রতিযোগিতার দ্বিতীয় প্রবীণতম সেঞ্চুরিয়ান। একই সঙ্গে এক দিনের ক্রিকেটে ১৫০ বা তার বেশি রান করার সংখ্যায় তিনি যুগ্ম ভাবে শীর্ষে উঠে এসেছেন। ন’বার এই কীর্তি গড়ে ডেভিড ওয়ার্নারের রেকর্ড স্পর্শ করেছেন রোহিত।

কোহলির ব্যাটেও এসেছে ঐতিহাসিক মাইলফলক। লিস্ট এ ক্রিকেটে তিনি ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন যেখানে ৩৯১তম ইনিংসে ১৬ হাজার রান করেছিলেন, সেখানে কোহলি সেই কীর্তি গড়লেন মাত্র ৩৩০তম ইনিংসে।

এ দিকে, বাংলার অনুষ্টুপ মজুমদারের পর দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসেবে (৩৮ বছর ২৩৮ দিন) বিজয় হাজারে ট্রফিতে শতরান করেছেন রোহিত শর্মা।

দুর্বল সিকিমের বিরুদ্ধে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে খেলতে নেমেছিল মুম্বই। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৩৬/৭ রান তোলে সিকিম। আশিস থাপা (৭৯) ছাড়া উল্লেখযোগ্য রান পাননি আর কেউ।

জবাবে কার্যত একাই ম্যাচ শেষ করে দেন রোহিত। তাঁর ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ১৮টি চার এবং ৯টি ছয়। অন্য ওপেনার অঙ্গকৃশ রঘুবংশী (৩৮) এবং মুশির খান (অপরাজিত ২৭) বিশেষ কিছু না করলেও সহজ জয় তুলে নেয় মুম্বই।

অন্য দিকে, বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের মাঠে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল কোহলির দিল্লি। প্রথমে ব্যাট করে রিকি ভুইয়ের (১২২) শতরানের সুবাদে ২৯৮/৮ রান তোলে অন্ধ্র। দিল্লির হয়ে সিমরজিৎ সিংহ ৫৪ রানে ৫ উইকেট নেন।

জবাবে দিল্লির হয়ে শতরান করেন কোহলি। ১০১ বলে ১৩১ রানের ইনিংসে ছিল ১৪টি চার এবং ৩টি ছয়। ভাল খেলেন প্রিয়াংশ আর্য (৭৪) এবং নীতীশ রানাও (৭৭)। কোহলি ম্যাচ শেষ করে আসতে না পারলেও চার উইকেটে জয় নিশ্চিত করে দিল্লি।

এ ছাড়া, ঈশান কিশনের ৩৯ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে কর্নাটকের বিরুদ্ধে ৪১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ঝাড়খণ্ড। জবাবে ৩৬ ওভার শেষে কর্নাটকের রান ২৮৭/৪। শতরান করে ক্রিজে রয়েছেন দেবদত্ত পাড়িক্কল।

পঞ্জাবও বড় রানের ইনিংস খেলেছে। মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে তারা তোলে ৩৪৭/৬। শুরুটা ভাল করেও বড় রান করতে পারেননি অভিষেক শর্মা (৪৮)। তবে প্রভসিমরন সিংহ (৬০), অনমোলপ্রীত সিংহ (৮৫) এবং নমন ধীরের (৯৭) ব্যাটে ভর করে শক্ত ভিত গড়ে পঞ্জাব।

Entertainment