Tuesday, January 13, 2026
spot_img
23 C
West Bengal

Latest Update

Weather Update

Weather Update | হাড় কাঁপাচ্ছে জেলার ঠান্ডা! কলকাতায় কী হবে?

Follow us on :

কলকাতা: কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়লেও জেলার শীতের দাপটে কোনও খামতি নেই (Weather Update)। উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে এখনও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শীত কতটা কমবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনে পারদ সামান্য চড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে শহরের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৮ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী দু’দিনে পারদ আরও প্রায় দু’ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের তিন দিন তাপমাত্রা মোটামুটি একইরকম থাকবে বলে জানিয়েছে আলিপুর। অর্থাৎ, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমার ইঙ্গিত মিলছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকলেও কুয়াশা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এ ছাড়া বাকি জেলাগুলিতেও সকালবেলা কুয়াশার দাপটে দৃশ্যমানতা থাকতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর থাকা নিম্নচাপটি বৃহস্পতিবার ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই সিস্টেম। শুক্রবার সন্ধ্যার মধ্যে এটি শ্রীলঙ্কার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তবে এর সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যে উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করায় আপাতত সর্বত্রই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে। বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে পারদ নেমেছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজ্যের মধ্যে অন্যতম শীতল স্থান।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল— বহরমপুরে ৯ ডিগ্রি, মগড়ায় ৯ ডিগ্রি, কলাইকুন্ডায় ৮.২ ডিগ্রি, বর্ধমানে ৯ ডিগ্রি, আসানসোলে ৮ ডিগ্রি, পানাগড়ে ৮.২ ডিগ্রি, বাঁকুড়ায় ৭.৪ ডিগ্রি, পুরুলিয়ায় ৮ ডিগ্রি, সিউড়িতে ৭.২ ডিগ্রি, ঝাড়গ্রামে ৭.৮ ডিগ্রি, কল্যাণীতে ৭.৫ ডিগ্রি, উলুবেড়িয়ায় ৯.৪ ডিগ্রি এবং দিঘায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া কৃষ্ণনগরে পারদ ছিল ১০ ডিগ্রি, কাঁথিতে ১০ ডিগ্রি, ক্যানিংয়ে ১০.৬ ডিগ্রি, ব্যারাকপুরে ১০ ডিগ্রি এবং বসিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

Entertainment